সিরিয়ায় নতুন করে তীব্র হচ্ছে গৃহযুদ্ধ! বিস্তীর্ণ এলাকা বিদ্রোহীদের দখলে

নতুন করে সিরিয়ায় উত্তেজনা বেড়েছে। সিরিয়ার বিস্তীর্ণ এলাকা বিদ্রোহীদের দখলে চলে গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
syria clash


নিজস্ব সংবাদদাতা:  সিরিয়া  প্রশাসন রাশিয়ার সঙ্গে হঠাৎ করেই বিরোধীদের ওপর বিমান হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে। যার ফলে বিরোধীরার হামলার হার বাড়িয়েছে। এর জেরে সিরিয়ার আলেপ্পোতে সে দেশের সরকার ক্রমেই নিয়ন্ত্রণ হারাচ্ছে। সিরিয়ার আলেপ্পোর পূর্বে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং আলেপ্পো ও ইদলিব উভয় প্রদেশের বিস্তীর্ণ এলাকা বিদ্রোহীরা নিজেদের দখলে নিয়েছে।  বিদ্রোহীরা ব্যাপক সাফল্য পেয়েছে। যার জেরে বাশার সরকার গত আট বছরে সবব থেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন একটা সময়ে বাশার সরকার চ্যালেঞ্জের মুখে পড়েছে, যে সময় তার সমর্থনকারী দুই দেশ রাশিয়া ও ইরান নিজেদের যুদ্ধের দিকে মনোনিবেশ করেছে।  

নবগঠিত জোট নিজেদের অপারেশনস কমান্ড বলে থাকে, তারা আলেপ্পার বিমান বন্দর সহ একাধিক অঞ্চল দখল করেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, পাল্টা বিদ্রোহীদের ওপর আক্রমণ করার মতো ক্ষমতা সিরিয়া সরকারের নেই বলে জানা গিয়েছে।