নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, পুরুষদের সিঙ্গলসে কার্লোস আলকারাজকে হারিয়ে প্যারিস অলিম্পিকে সোনা জিতলেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ।
টেনিস কিংবদন্তি এবং অলিম্পিক স্বর্ণপদকজয়ী নোভাক জোকোভিচ বলেছেন, "ভগবান মহান। বাঁচা গেল। আমি খুব গর্বিত, দারুণ খুশি।"
/anm-bengali/media/media_files/7Uz6eaBAMLHhOLqLB40h.jpg)