ফের নৌকাডুবি! মৃত ১০

তিউনিসিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন এবং ৭৬ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
cbc

নিজস্ব সংবাদদাতাঃ তিউনিসিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে। তিউনিশিয়ার ন্যাশনাল গার্ড কর্মকর্তা হুসেম এদ্দিন জেবাবলি জানান, নৌকাডুবির ঘটনায় ৭৬ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। স্ফ্যাক্স শহরের বিচারক ফাওজি মাসমুদি বলেন, 'এখনও ৩০ জন নিখোঁজ রয়েছেন।' গত মাসে তিউনিসিয়া থেকে ইতালীয় উপকূলে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসী নৌকাগুলোর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে, যার ফলে দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে কারণ নৌকাগুলো প্রায়শই অনির্ভরযোগ্য ইঞ্জিনের সঙ্গে ভরা থাকে। গত মার্চে একই ধরনের দুর্যোগে অন্তত ৫২ জন অভিবাসী নিহত ও ৭০ জন নিখোঁজ হন।চলতি মাসে ন্যাশনাল গার্ড জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে ১৪ হাজারেরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় পাঁচগুণ বেশি।