সিকিমে তিস্তার বাঁধ ক্ষতিগ্রস্ত! প্রভাব পড়ছে বাংলাদেশেও

সিকিমে তান্ডব চালিয়েছে তিস্তা নদী। বাঁধ, সেতু ভেঙে গেছে। আর এবার তার প্রভাব পড়ল ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশেও। কী অবস্থা সেখানে? জানুন ক্লিক করে।

author-image
Anusmita Bhattacharya
New Update
teestabangladesh

ফাইল ছবি

হাবিবুর রহমান, ঢাকা: উত্তর সিকিমে তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশ অংশেও জল বাড়তে শুরু করেছে। বাংলাদেশের উত্তরের জেলা গাইবান্ধা ও কুড়িগ্রামে তিস্তা নদীর জল হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর জল ৯০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তার প্রভাবে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের রাজারহাট এবং উলিপুর উপজেলার তিস্তার অববাহিকার চরাঞ্চলগুলোর ঘরবাড়ি ও ফসলি জমি প্লাবিত হয়েছে। ফসলের জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

এর আগে বুধবার থেকে জনসাধারণকে সতর্ক করে তিস্তার দুই পাড়ের মানুষকে সরিয়ে নিতে মাইকিং করে আসছে প্রশাসন। এছাড়াও ইউনিয়ন পরিষদ ও স্থানীয় মসজিদ থেকেও চলছে মাইকিং। তিস্তা নদীবেষ্টিত চর ও নিচু অঞ্চলের মানুষকে দ্রুত উঁচু স্থানে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মানুষজন তাদের ঘরবাড়িতে এখনও রয়েছে। শুধু চরাঞ্চলের কিছু পরিবার আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।

তিস্তার পাড়ের বাসিন্দারা জানায়, 'জল বেড়ে যাওয়ায় তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আকস্মিক জল বৃদ্ধিতে বন্যার শঙ্কা রয়েছে। চলতি মৌসুমে কয়েক দফায় বন্যা হলেও তা বেশি সময় স্থায়ী ছিল না'। মৌসুমের শেষ দিকে বন্যায় ব্যাপক ফসলহানি, বসতবাড়ি, গবাদি পশুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে তারা।

hiring.jpg