নিজস্ব সংবাদদাতা: আজ বিজয় দিবস বাংলাদেশের। এই নিয়ে পোস্ট করলেন বিজেপি নেতা তথাগত রায়।
তিনি লেখেন, 'তুমি আত্মসমর্পণ কর নতুবা আমরা তোমাকে নিশ্চিহ্ন করব', স্যাম মানেকশ ১৩ই ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীকে বলেছিলেন।
তিন দিন পরে 90,000 এরও বেশি শক্তিশালী সেনাবাহিনী, যার প্রায় অর্ধেক ছিল যোদ্ধা, ভারতের কাছে আত্মসমর্পণ করে এবং বাংলাদেশের জনগণের কাছে সুরক্ষার অনুরোধ করে। গত এক বছর ধরে পাকিস্তানি সেনাবাহিনী, জেনারেল টিক্কা খান, ওরফে বাংলার কসাই-এর নেতৃত্বে, প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলার মহিলাদের উপর 'জারজ জাতি' জন্ম দেবে। টিক্কা খানকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। এরপর দুই পাকিস্তানি জেনারেল তার স্থলাভিষিক্ত হতে অস্বীকার করেন। জেনারেল এএকে নিয়াজী বাংলাদেশে গিয়ে জগাখিচুড়ি পরিষ্কার করতে রাজি হন। ফলস্বরূপ, জেনারেল নিয়াজী ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণের গৌরব অর্জন করেছিলেন।