নিজস্ব সংবাদদাতা: ইসলামিয়া বিশ্ববিদ্যালয় মেয়েদের ওপর বিধি নিষেধ আরোপ করায় অসন্তুষ্ট লেখিকা তসলিমা নাসরিন। করলেন বিশেষ পোস্ট।
তিনি লেখেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসে ছাত্রীদের বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই প্রবেশ করতে হবে। এই হলো আদেশ। বিশ্ববিদ্যালয়ে প্রাপ্তবয়স্ক ছাত্র ছাত্রী পড়াশোনা করে। এটি নিশ্চয়ই কিন্ডারগার্টেন নয়, বা শিশুদের ডে-কেয়ার নয় যে বাহিরে খেলাধূলা করতে যাওয়ার, এবং অন্দরমহলে প্রবেশের সময় বেঁধে দেওয়া হবে। আসলে নারীবিদ্বেষী ইসলামী সমাজ , মেয়েদের, যতই তাদের বয়স হোক না কেন, অপ্রাপ্তবয়স্ক বলেই মনে করে।