বাংলাদেশের জামাতি-জিহাদি-জঙ্গি আর ভারতের বামপন্থী সেকুলার বুদ্ধিজীবীদের বিরাট মিল- লিখলেন তসলিমা!

আর কি দাবি তার?

author-image
Anusmita Bhattacharya
New Update
taslima j.jpg

নিজস্ব সংবাদদাতা:  বামপন্থীদের কটাক্ষ করলেন লেখিকা তসলিমা নাসরিন। 

তিনি লেখেন, বাংলাদেশের জামাতি-জিহাদি-জঙ্গি আর ভারতের তথাকথিত বামপন্থী সেকুলার বুদ্ধিজীবীদের মধ্যে বিরাট মিল। তারা প্রতিবেশি হিন্দুদের দুর্দশা দেখবে না কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের  জন্য কেঁদে বুক ভাসাবে। তারা দেশের এবং সারা বিশ্বের মুসলমানদের পক্ষ নেবে, এমনকী নানা কায়দা করে মুসলিম সন্ত্রাসীদের ডিফেন্ড করবে, এবং সন্ত্রাসের পক্ষে  যুক্তি দেখাবে যে মুসলিমদের  দুঃখের সীমা নেই,  মুসলিম দেশে বোমা ফেলা হয় ইত্যাদি।   তারা উভয়ে তসলিমা নাসরিনকে অশ্লীল ভাষায় গালাগালি  করে এই বলে যে তসলিমা  বিজেপির লোক, আর এস এসের দালাল, সে সংঘী, সে হিন্দুত্ববাদী ইত্যাদি। তারা কিন্তু তাদের স্টেট্মেন্টের পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারবে না, আসলে প্রমাণ তাদের একটিই, সেটি হলো আমি ইসলামের এবং ইসলামী  মৌলবাদের সমালোচনা করি। তারা মনে করে  মুসলিম মৌলবাদের, বা জিহাদের বিপক্ষে বলা মানে আর এস এসের বা হিন্দুত্ববাদীদের পক্ষ নেওয়া। হিন্দুত্ববাদীদের পক্ষ না নিয়েও যে মুসলিম মৌলবাদের বিপক্ষে দাঁড়ানো যায়,  সেটা তারা জানেই না, জানলেও সেটা বোঝে না, বুঝলেও সেটা স্বীকার করে না। মানবতার জন্য, সমানাধিকারের জন্য, পৃথিবীকে বাসযোগ্য করার  জন্য কিছু মানুষ ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়-- এ সম্পর্কে তাদের কোনও  জ্ঞান নেই? আমার মনে হয় আছে কিন্তু গালাগালি করার আনন্দ থেকে নিজেদের তারা বঞ্চিত করতে চায় না।