বাংলাদেশে নিরাপত্তা ছাড়াই স্বাধীনভাবে বসবাস করতে চান তসলিমা

বাংলাদেশের ঘটনা সম্পর্কে সমাজমধ্যমে পোস্ট করলেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন।

author-image
Shroddha Bhattacharyya
New Update
HTBRE

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের ঘটনা সম্পর্কে বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, "বাংলাদেশের মানুষ বলছে দেশ অবশেষে স্বাধীনতা পেয়েছে, দেশ এখন স্বাধীন।

Taslima Nasreen Lajja: Islamic society is not open to critical thinking,  says Taslima Nasreen as the writer returns with Lajja sequel | India News

কিন্তু তা সত্য নয়।

Zee JLF: Taslima Nasreen says no Islamic country can be 'secular' until  Islam learns to accept '

দেশ তখন সত্যিকারের স্বাধীন হবে যখন আমি বাংলাদেশে ফিরে যেতে পারব এবং পুলিশি নিরাপত্তা ছাড়াই স্বাধীনভাবে বসবাস করতে পারব।"