নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের ঘটনা সম্পর্কে বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, "বাংলাদেশের মানুষ বলছে দেশ অবশেষে স্বাধীনতা পেয়েছে, দেশ এখন স্বাধীন।
কিন্তু তা সত্য নয়।
দেশ তখন সত্যিকারের স্বাধীন হবে যখন আমি বাংলাদেশে ফিরে যেতে পারব এবং পুলিশি নিরাপত্তা ছাড়াই স্বাধীনভাবে বসবাস করতে পারব।"
People are saying in Bangladesh that the country finally gets its freedom, that the country is now free. But it is not true. The country would be truly free when I can go back to Bangladesh and can live freely without police protection. #LitmusTest