নিজস্ব সংবাদদাতা: ফেব্রুয়ারি মাসে তালিবানরা এক মার্কিন মহিলাকে আফগানিস্তানে বন্দি করেছিল। তাঁকে তালিবানরা মুক্তি দিয়েছেন বলে জানা গিয়েছে। আদালতের আদেশ এবং কাতারের লজিস্টিক সহায়তায় ওই মার্কিন মহিলাকে তালিবানরা মুক্তি দিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে আফগানিস্তানের তালিবান প্রশাসন অনুমতি ছাড়া ড্রোন ব্যবহারের অভিযোগ এনেছিল। আফগানিস্তানে কাতারের দূতাবাস তাঁকে স্বাগত জানিয়েছেন। একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। কাতার দূতাবাস সূত্রে জানা গিয়েছে, সদ্য মুক্তি পাওয়া মহিলা সুস্থ রয়েছেন।
/anm-bengali/media/media_files/2025/01/11/URYjNdBtXcM3SaEWw9rR.JPG)