নিজস্ব সংবাদদাতাঃ চীনের ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় তাইওয়ান ৪০০ টি মার্কিন ভূমি থেকে উৎক্ষেপিত হারপুন ক্ষেপণাস্ত্র কিনবে বলে জানা গিয়েছে। গত ৭ এপ্রিল পেন্টাগন ৪০০টি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের জন্য ১.১৭ বিলিয়ন ডলারের চুক্তি প্রকাশ করে। সূত্রে খবর, উৎপাদন মার্চ 2029 এর মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। পেন্টাগন এই চুক্তির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, 'যুক্তরাষ্ট্র তাইওয়ানকে পর্যাপ্ত আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখতে প্রয়োজনীয় প্রতিরক্ষা সামগ্রী ও সেবা সরবরাহ করে।'