নিজস্ব সংবাদদাতা: শনিবার তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে যার মধ্যে একটির মাত্রা ছিল ৬.১। এই দ্বীপের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রথম ভূমিকম্পের গভীরতা ছিল ২৪.৯ কিমি (১৫.৫ মাইল) এবং এটি হুয়ালিয়েনের উপকূলে আঘাত হানে। ৫.৮ মাত্রার দ্বিতীয় কম্পনটির গভীরতা ছিল ১৮.৯ কিলোমিটার (১১.৭ মাইল) যা একই জায়গায় আঘাত হানে।
এই মাসের শুরুতে হুয়ালিয়েনে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর থেকে তাইওয়ানে ১০০০টিরও বেশি আফটারশক হয়েছে। এতে ১৭ জন নিহত হয়েছে।