নিজস্ব সংবাদদাতা : ওয়াশিংটনের টাকোমা শহরের একটি হাউস পার্টিতে সম্প্রতি গুলি চালানোর ঘটনায় দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানায়, পার্টিতে প্রায় ৩০-৪০ জন কিশোর ছিল। হঠাৎই তাদের মধ্যে মারামারি শুরু হয় এবং তারপরেই গুলি চলে।
/anm-bengali/media/media_files/2025/03/29/6NHxx5ESLATApTv00svM.jpg)
পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পায় এবং আহত পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের মধ্যে একজন মারা যায়। জানা যায়, নিহতদের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে। আহতদের মধ্যে বাকিরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় একজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।