নিজস্ব সংবাদদাতা: ভয়ঙ্কর পরিস্থিতি। যত সময় যাচ্ছে পরিস্থিতি তত ভয়ঙ্কর হয়ে উঠছে। অবিলম্বে দেশ ছাড়তে বলা হল ভারতীয়দের। বিদেশ মন্ত্রকের তরফে জারি করা হয়েছে ইমার্জেন্সি হেল্পলাইন নম্বরও।
সিরিয়ায় গৃহযুদ্ধ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠা ভারতীয় সিরিয়ার সরকারকে ফেলার জন্য নতুন করে হামলা শুরু করেছে। অনুমান করা হচ্ছে, গত আট বছরে সিরিয়ায় বাশার সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের হামলা সব থেকে তীব্র। সিরিয়াকে মূলত রাশিয়া ও ইরান সমর্থন করতো। কিন্তু রাশিয়া বা ইরান নিজেদের দেশের যুদ্ধ সামলাতে ব্যস্ত। যার জেরে নাজেহাল অবস্থা ভারতের। ২০১১ সালের যুদ্ধের পর এই প্রথম এমন পরিস্থিতির সৃষ্টি হল।
সিরিয়ার পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়াতেই ভারত সরকারের তরফে শুক্রবার রাতে সতর্কতা জারি করা হয়। ভারতীয়দের আপাতত সিরিয়া যেতে বারণ করা হয়েছে। শুধু তাই নয়, যে সব ভারতীয়রা সিরিয়ায় রয়েছেন, তাঁদের দ্রুত ভারতে ফিরে আসার নির্দেশ দিয়েছে ভারত মন্ত্রক।