নিজস্ব সংবাদদাতা: মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ইতিমধ্যে হাজার ছাড়িয়ে গিয়েছে। জানা গিয়েছে, মায়ানমারের আটক প্রাক্তন নেত্রী আং সান সু কি ভালো রয়েছে। ভূমিকম্পের প্রভাব তাঁর ওপর বিশেষ প্রভাব ফেলেনি। তিনি রাজধানী নেপিদোর কারাগারে রয়েছেন। ২০২১ সালে সেনা অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সু কিকে আটক করা হয়। তারপর থেকেই তিনি জেলেই রয়েছেন। এর আগে ২০২৩ সালে কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছিল, কিন্তু পরে তাকে রাজধানীর কারাগারে ফিরিয়ে আনা হয়েছিল।
/anm-bengali/media/media_files/2025/03/29/smmY2OUntp7gpUv04bSF.jpg)