নিজস্ব সংবাদদাতা : এবার ইন্দাস জলচুক্তি বাতিল করাকে ''ACT OF WAR'' বা ''যুদ্ধ ঘোষণার সমান'' হিসেবে দাবি করলো পাকিস্তান। সম্প্রতি পহেলগাঁও হামলার পর ইন্দাস জলচুক্তি, সাময়িক ভাবে স্থগিত করেছে ভারত সরকার। আর এবার এই বিষয়েই নিজের উষ্মা প্রকাশ করলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
/anm-bengali/media/media_files/XHJBN4omPHrdoKdtg3jC.jpg)
আজ ভারতকে পাল্টা জবাব দেওয়ার জন্য পাকিস্তানের পক্ষ থেকে সিমলা চুক্তিও সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। এরসাথে ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমাও বন্ধ করা হয় পাকিস্তানের পক্ষ থেকে।