নিজস্ব সংবাদদাতা: ইলন মাস্কের ড্রাগন ক্যাপসুলে চেপে ফিরছেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর, নিক হগ এবং গর্বুনভ অ্যালেকজ়ান্ডার। লাইভ কভারেজ শুরু করল নাসা। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের জন্য প্রস্তুত ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার ড্রাগন ক্যাপসুল। ইতিমধ্যেই ঘুম থেকে উঠেছে পড়েছেন সুনীতা ও বুচ।
/anm-bengali/media/media_files/2025/03/16/ds8jgBxJKOTBWNn8uEkn.JPG)