মহাকাশ থেকেই মহাকুম্ভ দর্শন করেছিলেন সুনীতা উইলিয়ামস, জানালেন তাঁর বোন

মহাকাশ স্টেশন (ISS) থেকে সুনীতার বোনকে দেখানো হয়েছিল ওই চিত্রটি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sunita williams

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহাকাশ থেকেও কি দেখা গিয়েছিল মহাকুম্ভের সুবিশাল ভিড়? এই প্রশ্ন এখন ভীষণ ভাবে জোরালো। কেননা মহাকাশে ৯ মাস কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস ও তাঁর সহকর্মীরা। আর তাই এবার বিভিন্ন অজানা তথ্য সামনে আসছে সমগ্র বিশ্বের সামনে।

নাসার প্রখ্যাত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস মহাকাশ থেকে ভারতের মহাকুম্ভ মেলার একটি ছবি পাঠিয়েছিলেন সেই সময়। তাঁর বোন ফাল্গুনী পাণ্ডে জানিয়েছেন যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে তাঁকে এই চিত্রটি দেখানো হয়েছিল। মহাকাশ থেকেও পাওয়া গিয়েছিল মহাকুম্ভের আভাস।

sunita 2

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাল্গুনী পাণ্ডে বলেন, “কুম্ভে যাওয়ার ঠিক আগে আমি সুনীতার সাথে কথা বলেছিলাম। আমি জানতে চেয়েছিলাম, সে মহাকাশ থেকে কুম্ভ মেলা দেখতে পাচ্ছে কিনা এবং এটি কেমন দেখাচ্ছে। এরপর সে আমাকে মহাকাশ থেকে তোলা একটি ছবি পাঠিয়েছিল”।

ফাল্গুনী পাণ্ডের কথায় মহাকাশও যে মহাকুম্ভের সাক্ষী ছিল, তা বোঝা গিয়েছিল সেই ছবিতেই। তবে ছবিতে তিনি ঠিক কি দেখেছিলেন, তা অবশ্য প্রকাশ্যে আনেননি।