নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলায় এখন পর্যন্ত অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮৩ জন। নিহতদের মধ্যে ৭ জন শিশু রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো ও দেশটির স্টেট এমার্জেন্সি সার্ভিস। টেলিগ্রামে দেওয়া এক আপডেটে তারা জানিয়েছেন, এটি প্রাথমিক তথ্য অনুযায়ী হিসাব।
/anm-bengali/media/media_files/2025/04/13/1000187063-123321.webp)
তাদের মতে, অনেকে রাস্তায় হাঁটার সময়, গাড়ির মধ্যে, কিংবা নিজের ঘরের মধ্যে থেকেই এই হামলার শিকার হন। হঠাৎ মিসাইল আঘাতে শহরের সাধারণ জীবন মুহূর্তেই বিভীষিকায় পরিণত হয়েছে। ঘটনাস্থলে জরুরি সেবা প্রদানকারী কর্মীরা কাজ শুরু করেছেন। আহতদের জন্য সহায়তা ক্যাম্প, চিকিৎসা সহায়তা ও মানসিক সহায়তার ব্যবস্থাও করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/2025/04/13/1000187061-629935.webp)
এছাড়াও, তদন্তকারী ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা প্রমাণ সংগ্রহের কাজ করছেন। এই হামলাকে তদন্তকারীরা একটি ‘ব্রুটাল ওয়ার ক্রাইম’ বা নৃশংস যুদ্ধাপরাধ হিসেবে নথিভুক্ত করছেন।