পাকিস্তানের রাডার সাইট উড়িয়ে দিল ভারত! কী বললেন কর্নেল কুরেশি
একের পর এক সাধারণ মানুষকে হত্যা পাকিস্তানের! এবার কার্যত গর্জে উঠল ভারতীয় সেনাবাহিনী
মুহুর্মুহু শোনা যাচ্ছে বিস্ফোরণ, ভয়ের শহর পুঞ্চের ভোরের ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি
ড্রোনের হানা পাকিস্তানের, আকাশেই ধ্বংস করলো ভারত, ড্রোনের কঙ্কাল মিললো পাঞ্জাবে
পাকিস্তানের সাধারণ মানুষের প্রাণের মূল্য পাক সরকারের নেই! বিস্ফোরক অভিযোগ কর্নেল সোফিয়া কুরেশির
গণতন্ত্র বোঝার মতো ক্ষমতা পাকিস্তানের নেই! এবার তীব্র হুঙ্কার ভারতের
Big Breaking: পাকিস্তানের ৪টি এয়ারবেস ও ড্রোন লঞ্চপ্যাডকে ধ্বংসস্তূপে পরিণত করলো ভারতীয় সেনাবাহিনী
আর কিছুক্ষণ, ফের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনতে চলেছে ভারতীয় সেনাবাহিনী
এবার জলেই জবাব! পাকিস্তানকে জবাব দিতে বাগলিহার ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত

সেনা ছাউনিতে আত্মঘাতী বিস্ফোরণ! ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহ

পাকিস্তানের সেনা ছাউনিতে আত্মঘাতী বিস্ফোরণ।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan blastt

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি সেনাছাউনিতে ভয়াবহ আত্মঘাতী হামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিস্ফোরকভর্তি দুটি গাড়ি নিয়ে চালানো এই জোড়া আত্মঘাতী হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং ২০ জনের বেশি আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে তিনজন শিশু ও দুইজন মহিলা রয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলে চার ফুট গভীর দুটি গর্ত সৃষ্টি হয়েছে, পাশাপাশি আশপাশের অন্তত আটটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আত্মঘাতী হামলায় দুই জঙ্গি নিজেদের উড়িয়ে দেয়। বিস্ফোরণের পর আরও কয়েকজন জঙ্গি সেনাছাউনিতে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। এই গুলির লড়াইয়ে অন্তত ছয়জন জঙ্গি নিহত হয়।

সংবাদ সংস্থা এএফপিকে এক সরকারি কর্মকর্তা জানান, আত্মঘাতী বিস্ফোরণের পর মোট ১২ জন জঙ্গি সেনাছাউনিতে প্রবেশের চেষ্টা করেছিল।

pakistan blast 2

এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন হাফিজ গুল বাহাদুর গ্রুপ। এর আগেও, ২০২৩ সালের জুলাই মাসে একই কৌশলে এই সেনাছাউনিতে আত্মঘাতী হামলা চালিয়েছিল এই গোষ্ঠী, যাতে ৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছিল।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা বেড়ে গেছে। কয়েকদিন আগেই একটি ধর্মীয় স্কুলে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হন।

ইসলামাবাদের এক গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানে বিভিন্ন হামলায় ১,৬০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে জঙ্গি হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে।

পাকিস্তানের দাবি, আফগানিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিরা তাদের দেশে হামলা চালাচ্ছে এবং তালিবান সরকার তাদের দমন করতে ব্যর্থ হয়েছে। তবে আফগানিস্তানের তালিবান সরকার এই অভিযোগ নাকচ করে দিয়েছে।