নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের দিকে দিকে রাশিয়ান ফেডারেশনের সেনাবাহিনী ডোনেটস্ক অঞ্চলের নভোক্রাইঙ্কা এবং টোরেটস্কে গোলাবর্ষণ করেছে। গোলাগুলির ফলে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও গোলাগুলির ফলে দুজন আহত হয়েছেন। এছাড়াও হামলার ফলে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। দোনেৎস্ক অঞ্চলের প্রসিকিউটর অফিসের মুখপাত্র আনাস্তাসিয়া মেদভেদেভা এই হামলার বিষয়ে জানিয়েছেন।