নিজস্ব সংবাদদাতা: রাশিয়ান বাহিনী ফের ইউক্রেনের একাধিক শহরে হামলা চালিয়েছে। হামলা হয়েছে ইউক্রেনের দ্রুজকিভকাতে। দ্রুজকিভকায় তিনজন আহত হয়েছে। দ্রুজকিভকাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুজকিভকা ছাড়াও সোফিভকায় হামলা হয়েছে। এই অঞ্চলে একজন নিহত এবং চারজন আহত হয়েছে।
আঘাত হানা হয়ছে টরেটস্কেতেও। টরেটস্কেতে হামলার ফলে একজন নিহত এবং একজন আহত হয়েছে। ডনেটস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেনকো এই বিষয়ে জানিয়েছেন। এছাড়াও কুরাখোভ, মারিঙ্কা এবং চাসিভ ইয়ার, আভদিভকা এবং সিভার্সকেও গোলাবর্ষণ করা হয়েছিল।