আচমকা হামলা, একাধিক মৃত্যু, আহত- ভয়াবহ পরিস্থিতি

ক্রিভি রিহতে আক্রমণ।

author-image
Aniket
New Update
breakinganm12



নিজস্ব প্রতিনিধি: রাশিয়ান আক্রমণের পর ক্রিভি রিহ অনেকটাই ধ্বংস হয়েছে। আঞ্চলিক সামরিক প্রশাসন এই বিষয়ে জানিয়েছেন। এতে চারজন নিহত হয়।

x

নয়জন আহত হয়েছেন, তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও চারটি উঁচু ভবন, ১৭ টি ব্যক্তিগত বাড়ি এবং এক ডজন গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।