মিটল অচলাবস্থা! ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি

৭২ ঘণ্টার যুদ্ধবিরতি এবার সুদানে। রবিবার থেকে সেটা শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
ANI

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সুদানের সশস্ত্র বাহিনী ও আধাসামরিক বাহিনী Rapid Support Forces বিমান হামলার কয়েক ঘণ্টা পর রবিবার থেকে নতুন করে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে। যুদ্ধবিরতি চুক্তি ১৮ জুন সকাল ৬টা থেকে শুরু হয়ে ২১ জুন পর্যন্ত চলবে। যুদ্ধবিরতির সময় তারা নিষিদ্ধ চলাচল, হামলা, সামরিক বিমান বা ড্রোন ব্যবহার, আর্টিলারি হামলা, অবস্থান শক্তিশালীকরণ এবং বাহিনীর পুনরায় সরবরাহ থেকে বিরত থাকবে এবং যুদ্ধবিরতির সময়ে সামরিক সুবিধা নেওয়া থেকে বিরত থাকবে। তারা সারা দেশে নিরবিচ্ছিন্ন চলাচল এবং মানবিক সহায়তা সরবরাহের অনুমতি দেওয়ার বিষয়েও সম্মত হয়েছে। এর আগে হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছিল।