Cyclone Mocha : মারাত্মক শক্তিশালী মোচা, জলের তলায় চলে যেতে পারে দ্বীপ

ঘূর্ণিঝড় মোচা (Cyclone Mocha) তীব্রতর হওয়ার ফলে বাংলাদেশের  (Bangladesh) একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন (Saint Martin) অস্থায়ীভাবে জলের নিচে তলিয়ে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের (BMD) প্রধান।

author-image
Pritam Santra
New Update
Cyclone Mocha

নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় মোচা (Cyclone Mocha) তীব্রতর হওয়ার ফলে বাংলাদেশের  (Bangladesh) একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন (Saint Martin) অস্থায়ীভাবে জলের নিচে তলিয়ে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের (BMD) প্রধান। "যেহেতু দ্বীপে কোনও বড় অবকাঠামো নেই, তাই ঝড়টি কোথাও বাধা গ্রস্ত পাবে না," আজিজুর রহমান বলেন। ঘূর্ণিঝড়ের কেন্দ্র সেন্টমার্টিনের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দ্বীপের এক পাশ থেকে অন্য প্রান্তে জল সরে যাবে এবং ঝড়ের তীব্রতার কারণে দ্বীপটি কিছু সময়ের জন্য জলের নিচে থাকতে পারে।