নিজস্ব সংবাদদাতা: শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা, ভূমিধস এবং গাছ পড়ে কমপক্ষে ১৪ নের মৃত্যু হয়েছে কারণ দ্বীপ দেশটি মৌসুমি ঝড়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দুর্যোগ কেন্দ্র ২ জুন এই তথ্য দিয়েছে। রবিবার রাজধানী কলম্বোর কাছে একই পরিবারের তিন সদস্যসহ কয়েকজন জলে ডুবে মারা গেছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, ১১ বছর বয়সী একটি মেয়ে এবং ২০ বছর বয়সী একজন পুরুষসহ অন্যদের মাটি ধসের ফলে জীবন্ত সমাধি হয়ে গেছে। ২১ মে বর্ষা তীব্র হওয়ার পর থেকে ৭টি জেলায় গাছ ভেঙে পড়ে আরও ৯জন নিহত হয়েছেন। আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় সরকার সপ্তাহান্তের ছুটির পর সোমবার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।