ধেয়ে আসছে প্রবল ঝড়! আজ ও কাল সাবধান

তীব্র তাপপ্রবাহে মানুষের আত্মারাম খাঁচাছাড়া। এর মধ্যে নাসা দিল সৌরঝড়ের সতর্কবার্তা। আগামী দুই দিন উত্তাল হয়ে উঠবে সূর্যের তেজ।

author-image
Anusmita Bhattacharya
New Update
solar storm

সৌরঝড়

নিজস্ব সংবাদদাতা: তীব্র তাপপ্রবাহে মানুষের আত্মারাম খাঁচাছাড়া। এর মধ্যে নাসা দিল (NASA) সৌরঝড়ের (Solar Storm) সতর্কবার্তা। আগামী দুই দিন উত্তাল হয়ে উঠবে সূর্যের তেজ। সূর্যের রশ্মি তেড়ে আসবে পৃথিবীর (Earth) দিকে। সৌরঝড় এবং সৌরবায়ুর দাপটে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। পূর্বাভাস বলছে যে আগামী দুই দিন সৌরঝড়ের দাপট থাকবে গোটা পৃথিবীজুড়ে। পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্র কেঁপে উঠতে পারে।