সিগারেট খান? সরকারের নয়া নিয়ম, এখনই জানুন

সিগারেট অনেকেই খান। এবার বিশ্বের প্রথম দেশ হিসাবে কানাডা সিগারেট ছাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
cigarettes

 

 

নিজস্ব সংবাদদাতা: অনেকেই সিগারেট খেতে খুব পছন্দ করেন। যদিও সিগারেট মৃত্যুর কারণ হতে পারে তা প্রত্যেকেই জানি আমরা। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বলে বিভিন্ন রকম প্রচার করা হয়। সিগারেটের প্যাকেটের ওপরও লেখা থাকে। তবে তারপরেও সিগারেটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এবার সিগারেটের বিরুদ্ধে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে বিশ্বের প্রথম দেশ হিসাবে কানাডা সরকার বিশেষ নিয়ম চালু করেছে। এবার থেকে শুধুমাত্র প্যাকেটে নয় প্রত্যেকটি সিগারেটেও স্বাস্থ্য সতর্কতা লেখার ব্যবস্থা করেছে কানাডার সরকার। এবার থেকে কানাডায় সিগারেটের মধ্যে 'তামাকের ধোঁয়া শিশুদের ক্ষতি করে', 'সিগারেট লিউকেমিয়ার কারণ', 'প্রতিটি পাফের মধ্যে বিষ আছে' এই রকম বার্তা লেখা থাকবে।