স্কি রিসোর্টের আগুন দাউদাউ করে জ্বলছে, মৃতের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে

৩০টি দমকল এবং ২৮টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
turkey fire

File Picture

নিজস্ব সংবাদদাতা: তুরস্কের স্কি রিসোর্টের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা ক্রমাগত হারে বাড়ছে। মঙ্গলবার ভোর রাতে উত্তর-পশ্চিম তুরস্কের একটি স্কি রিসোর্টের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথমে কমপক্ষে ১০ জন প্রাণ হারান। তবে যত সময় গড়ায় দেখা যায় মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এই মুহুর্তে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৬ জন নিহত এবং প্রায় ৩২ জন আহত বলে জানা যাচ্ছে। বোলু প্রদেশের কার্তালকায় রিসোর্টের ১২ তলা গ্র্যান্ড কার্তাল হোটেলের রেস্তোরাঁয় ভোর সাড়ে তিনটার দিকে এই আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।

আতঙ্কে ভবন থেকে ঝাঁপ দেওয়ার জন্যে প্রাণ হারিয়েছেন ২ জন, বলে জানা যাচ্ছে। গভর্নর আব্দুল আজিজ আইদিন রাষ্ট্র পরিচালিত আনাদোলু এজেন্সিকে এই বিষয়টি জানিয়েছেন। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কিছু লোক চাদর ও কম্বল ব্যবহার করে ঘর থেকে নিচে নেমে আসার চেষ্টা করছে। যা জানা যাচ্ছে, ওই হোটেলে ২৩৪ জন অতিথি হিলেন।

518e66cf-63e1-40c6-97b1-6bac7be8805e-AP25021237770702

টিভিতে, বিভিন্ন দৃশ্যে দেখা গেছে, হোটেলের ছাদ ও উপরের তলা আগুনে ছেয়ে গেছে। কালো ধোঁয়ায় ঢেকেছে সমগ্র হোটেল। অগ্নিকাণ্ডের তদন্তের নেতৃত্ব দিতে ইতিমধ্যেই সরকার ছয়জন প্রসিকিউটর নিয়োগ করেছে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, ১৬১ নম্বর রুমটি পাহাড়ের পাশে রয়েছে, যা আগুন নেভাতে আরও বাধা তৈরি করছে। 

ইস্তানবুল থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে কোরোগলু পর্বতমালার একটি জনপ্রিয় স্কি রিসর্ট হল কার্তালকায়া। স্কুলের সেমিস্টার বিরতির সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যখন এই অঞ্চলের হোটেলগুলি প্রায় ভর্তি ছিল। কেননা বহু দেশ-বিদেশ থেকে এই সময় পর্যটক এসেছেন ঘুরতে। আইডিনের অফিস জানিয়েছে যে ৩০টি দমকল এবং ২৮টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন নেভানোর কাজ চলছে এখনও। 

death-toll-climbs-to-66-in-turkey-ski-resort-fire