নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের মধ্যাঞ্চলীয় উমান শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন চের্কাসি আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইহোর তাবুরেতস। এর আগে তাবুরেতস জানান, শুক্রবার ভোরে উমানের আবাসিক ভবনসহ তিনটি বহুতল ভবনে দুটি রকেট আঘাত হেনেছে। তিনি জানান, হামলায় নয়জন আহত হয়েছেন। হামলাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। চের্কাসি অঞ্চলের উমান রাজধানী কিয়েভ থেকে প্রায় ২০১ কিলোমিটার (১২৫ মাইল) দক্ষিণে একটি ছোট ইউক্রেনীয় শহর। শহরটিতে ছয়জনের মৃত্যুর ফলে ইউক্রেন জুড়ে ভোরে একের পর এক হামলায় নিহতের সংখ্যা আটজনে দাঁড়িয়েছে।ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, ডিনিপ্রোতে এক নারী ও তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।