নিজস্ব সংবাদদাতাঃ মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন শনিবার সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার সামরিক নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর বাহিনী মস্কোর দিকে অগ্রসর হওয়ায় রাজধানীর পরিস্থিতি 'কঠিন'।
সোবিয়ানিন এক বিবৃতিতে বলেন, "মস্কোর পরিস্থিতি কঠিন। আমি বেসামরিক নাগরিকদের যতটা সম্ভব শহরের চারপাশে ভ্রমণ করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।"
সোবিয়ানিন সম্ভাব্য রাস্তা বন্ধের বিষয়ে বেসামরিক নাগরিকদের সতর্ক করে দিয়েছেন এবং সোমবারকে "অকার্যকর" দিন হিসাবে ঘোষণা করেছেন।