বিপদে পড়লেন প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাই! দিতে হবে মানহানির টাকা

প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাইকে নিয়ে বড় আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
singapore

 নিজস্ব সংবাদদাতা: সিঙ্গাপুরের প্রাক্তন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং-এর ভাই লি সিয়েন ইয়াংকে হাইকোর্ট ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী কে শানমুগাম এবং ভিভিয়ান বালাকৃষ্ণানকে সেখানকার একটি সমৃদ্ধ শহরতলীতে তাদের রাষ্ট্রীয় সম্পত্তি ভাড়া নিয়ে মানহানি করার জন্য সিঙ্গাপুর ডলার (SGD) ২০০,০০০ (১৪৭,৮৮৯ ডলার) প্রদানের নির্দেশ দিয়েছে।

Singapore's Lee Hsien Loong says he will step down as early as next year |  Politics News | Al Jazeera

প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাই একসময় সিংটেলের প্রধান নির্বাহী ছিলেন। ২০২৩ সালের জুলাই মাসে সরকার কর্তৃক একটি ফেসবুক পোস্ট সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছিল। আইন মন্ত্রক বলেছিল যে দুই মন্ত্রিপরিষদ মন্ত্রীর রাষ্ট্রীয় সম্পত্তি ভাড়া নিয়ে বিতর্কের বিষয়ে মিথ্যা তথ্য রয়েছে।

Ex Singapore PM's Brother To Pay $296,000 In Defamation Lawsuit

 tamacha4.jpeg