নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানে ট্রেন হাইজ্যাক ঘটনায় এক মুক্তিপ্রাপ্ত ব্যক্তির চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে। ওই ব্যক্তি জানিয়েছেন, হাইজ্যাক হওয়া স্থানে তিনি অন্তত ৭০-৮০টি মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। গত শনিবার বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি একটি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করে এবং বেছে বেছে যাত্রীদের ওপর হামলা চালায়।
/anm-bengali/media/media_files/2025/03/13/U8n3iKktER64TAtqTSvd.jpeg)
এই ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। এই বিদ্রোহী গোষ্ঠীর এই ধরনের হামলা পাকিস্তানে যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছ। যদিও পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে যে, পাকিস্তান সরকার এই ঘটনাটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।