৭০-৮০টি মৃতদেহ দেখেছি ! চাঞ্চল্যকর দাবি করলেন মুক্তিপ্রাপ্ত যাত্রী

কি দাবি করলেন এই ব্যক্তি ?

author-image
Debjit Biswas
New Update
pakistan train haijackkk

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানে ট্রেন হাইজ্যাক ঘটনায় এক মুক্তিপ্রাপ্ত ব্যক্তির চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে। ওই ব্যক্তি জানিয়েছেন, হাইজ্যাক হওয়া স্থানে তিনি অন্তত ৭০-৮০টি মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। গত শনিবার বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি একটি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করে এবং বেছে বেছে যাত্রীদের ওপর হামলা চালায়।

PAKSITAN TRAIN SURVIVOR

এই ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। এই বিদ্রোহী গোষ্ঠীর এই ধরনের হামলা পাকিস্তানে যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছ। যদিও পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে যে, পাকিস্তান সরকার এই ঘটনাটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।