শিব চতুর্দশীর মেলার দ্বিতীয় দিনে ঘটে গেল ফের পদপিষ্টের ঘটনা, হত ৩

প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন পুণ্যার্থীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শিব চতুদর্শী মেলার দ্বিতীয় দিনে চন্দ্রনাথ ধামে ওঠার সময় পদদলিত হয়ে তিন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। বুধবার প্রচণ্ড ভিড়ের মধ্যে পদদলিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুরুষ ব্যক্তির নাম বান্টু লাল দাস (৫৫)। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তিনি উপজেলার উত্তরবুনিয়া ইউনিয়নের ফাসিয়াখালি এলাকার মৃত মাগন দাসের ছেলে। তবে নিহত দুই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৪৫ বছর। অপরজনের বয়স ১৮ বছর।

WhatsApp Image 2025-02-27 at 10.28.58

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১১ মিনিট ২৫ সেকেন্ডে তিথি (লগ্ন) শুরু হয়। এসময়ে ১০-১২ লাখ পুণ্যার্থীর সমাগম ঘটে চন্দ্রনাথ ধামে। এ তিথিকে ঘিরে মঙ্গলবার সন্ধ্যা থেকে পুণ্যার্থীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে তিনজন পুণ্যার্থীর মৃত্যু হয়।

সকাল ১০টার দিকে এক তরুণী পদদলিত হয়ে মারা যান। তার মরদেহ স্বজনরা নিয়ে যান। পরে দুপুর ১টার দিকে বান্টু লাল দাস ও অজ্ঞাতপরিচয় এক নারী পদদলিত হয়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহ দুটি উদ্ধার করে থানায় হস্তান্তর করে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে তিন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।