Mt Everest : এভারেস্টে আটকে সেনাবাহিনীর ক্যাপ্টেন, উদ্ধারের চেষ্টায় শেরপারা

মাউন্ট এভারেস্টের (Mt Everest) চূড়া থেকে নামার সময় ৮,০০০ মিটারের ওপরে অসুস্থ হয়ে পড়া এক সেনা কর্মকর্তাকে উদ্ধার করেছে শেরপা (Sherpa) পর্বতারোহীদের একটি দল।

author-image
Pritam Santra
New Update
nepal

নিজস্ব সংবাদদাতা: মাউন্ট এভারেস্টের (Mt Everest) চূড়া থেকে নামার সময় ৮,০০০ মিটারের ওপরে অসুস্থ হয়ে পড়া এক সেনা কর্মকর্তাকে উদ্ধার করেছে শেরপা (Sherpa) পর্বতারোহীদের একটি দল। জানা গিয়েছে, নেপাল সেনাবাহিনীর ক্যাপ্টেন দীপেন্দ্র সিং খাত্রী (Captain Dipendra Singh Khatri) এভারেস্ট থেকে নিচে নামার সময় সমস্যায় পড়েছিলেন। দলের অন্য সদস্যরা ইতিমধ্যে লোয়ার ক্যাম্পে নেমে গিয়েছেন। শেরপা পর্বতারোহীদের একটি দল ইতিমধ্যে সেখানে পৌঁছেছে এবং খাত্রীকে উদ্ধার করার কাজ চলছে বলে জানা গিয়েছে।