নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। এবার জানা যাচ্ছে, রাশিয়ানরা ইউক্রেনের কুপিয়ানস্ক শহরে গোলাবর্ষণ করেছে। এই হামলার ফলে ৪০ বছর বয়সী একজন বেসামরিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। খারকিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিয়েহুবভ এই হামলার বিষয়ে জানিয়েছেন। এছাড়াও বোহোদুখিভ, খারকিভ, চুহুইভ, ইজিয়াম এবং কুপিয়ানস্ক জেলার জনবসতিতে গোলাগুলি চালিয়েছে রাশিয়ানরা।