বাংলাদেশে একদিন নতুন সূর্যের উদয় হবেই... হাসিনার মন্তব্যে আশায় আওয়ামী লিগ

আওয়ামী লিগের বৈঠকে তিনি বলেন, "বাংলাদেশে একদিন নতুন সূর্যের উদয় হবেই।"

author-image
Tamalika Chakraborty
New Update
sheikh hasina hjk.jpg

নিজস্ব সংবাদদাতা:  বাংলাদেশে তিনি  প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।  এই পরিস্থিতিতে বাংলাদেশ উত্তাল। বাংলাদেশে সংখ্য়ালঘুদের পাশাপাশি আওয়ামী লিগের লিগের আওয়ামী লিগের নেতা,কর্মী সমর্থকদের ওপর অত্যাচার বেড়েছে। এই পরিস্থিতিতে লন্ডনে আওয়ামী লিগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিলেন শেখ হাসিনা।  সেখানে তিনি বলেন, "বাংলাদেশের এই অন্ধকার কেটে যাবে। নতুন সূর্যের উদয় হবে। কোটা সংস্কার আন্দোলনের পিছনে যে গভীর ষড়যন্ত্র ছিল, এদিন সেই অভিযোগও করেন হাসিনা।"

sheikh-hasina-bangladesh

লন্ডনে এই আওয়ামী লিগের এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। সেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে শেখ হাসিনা  বলেন, “আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। এখন বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার নেই। ন্যায়বিচার থেকে বঞ্চিত মানুষ। বাংলাদেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশ জ্বলছে। সেইসময় প্রবাসীরা বাংলাদেশের মানুষের পাশে রয়েছেন।” পাশাপাশি তিনি মন্তব্য  করেন, “আমাদের নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে। সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে। থানাগুলোয় আগুন দেওয়া হয়েছে। যাঁরা এইসব ঘটনার শিকার হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।”