ভয়ঙ্কর ঝড়! তোলপাড়! মৃত্যু মিছিল দেশজুড়ে

ঝড়ের তান্ডব! বন্যা পরিস্থিতি! তছনছ অবস্থা। বিপর্যস্ত লিবিয়া। মৃত্যু মিছিল। ব্যাপক ক্ষয় ক্ষতি। তিন দিনের শোক ঘোষণা।

author-image
Pallabi Sanyal
New Update
2234

নিজস্ব সংবাদদাতা : বিধ্বংসী ঝড়ের তাণ্ডব! এবার তছনছ গোটা লিবিয়া। ড্যানিয়েল আঘাত হানার পর প্রবল বর্ষণ। মৃত্যু ছাড়াল ২০০০। খোঁজ নেই হাজার হাজার মানুষের।দুটি বাঁধ ভেঙে যাওয়ার ফলে পুরো এলাকা সমুদ্রে ভেসে গেছে। লিবিয়ার পূর্ব-ভিত্তিক প্রধানমন্ত্রী ওসামা হাম্মাদ জানান,বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে বন্দর নগরী দেরনায়, যেখানে পুরো এলাকাগুলো ভেসে গেছে। তিনি শহরটিকে সহায়তা দেওয়ার জন্য দেশব্যাপী চিকিৎসা কর্মীদের এবং উদ্ধারকারী দলকে আহ্বান জানিয়েছেন, যখন পূর্ব-ভিত্তিক উপ-প্রধানমন্ত্রী আলী আল-গাত্রানি আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন করেছেন।স্থানীয় কর্তৃপক্ষ নিহতদের জন্য তিন দিনের শোক ঘোষণা করেছে।ত্রিপোলি-ভিত্তিক জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী আবদুল-হামেদ দ্বিবাহ রবিবার প্রাসঙ্গিক কর্তৃপক্ষকে উচ্চ সতর্ক থাকতে এবং ঝড় মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।সামাজিক বিষয়ক মন্ত্রণালয় এবং লিবিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা দিতে শুরু করেছে।