নিজস্ব সংবাদদাতা : সার্বিয়ার বেলগ্রাডে শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় রাস্তার বিক্ষোভ। লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাদের সমর্থকরা রাষ্ট্রপতি আলেকসান্দার ভুসিকের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে এসেছেন। বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান তুলে এবং সার্বিয়ার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন চাচ্ছেন।
/anm-bengali/media/media_files/2025/03/15/7faFDnmuZegEP6cz2Bu0.jpg)