নিজস্ব সংবাদদাতাঃ সার্বিয়ার শিক্ষামন্ত্রী ব্রাঙ্কো রুজিক গত সপ্তাহে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে আট শিশু ও এক নিরাপত্তা রক্ষী নিহত হওয়ার ঘটনায় পদত্যাগ করেছেন। বুধবার সার্বিয়ার স্কুলে গণহত্যা এবং বৃহস্পতিবার শহরের বাইরে তাণ্ডবে আটজন নিহত হওয়ার ঘটনায় দেশ শোকাহত।
উভয় মামলায় সন্দেহভাজন যথাক্রমে ১৩ বছর বয়সী এক বালক এবং ২০ বছর বয়সী এক যুবককে হেফাজতে রাখা হয়েছে। বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী আনা ব্রনাবিকের সরকারকে দুটি তাণ্ডব রোধে ব্যর্থতার জন্য দোষারোপ করেছে। বিরোধী দলগুলো সমর্থকদের সোমবার সন্ধ্যায় বেলগ্রেডে সরকার বিরোধী মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
রুজিক বলেন, 'একজন দায়িত্বশীল ও ভালোভাবে বেড়ে ওঠা মানুষ হিসেবে, এখন পর্যন্ত সব সরকারি দায়িত্ব পালনে পেশাদার হিসেবে এবং একজন অভিভাবক হিসেবে এবং সার্বিয়ার নাগরিক হিসেবে আমি পদত্যাগের যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছি।'