জেনিনে ইসরায়েল হামলা, নিন্দা করলেন মহাসচিব

জেনিনে বার বার হামলা চালিয়েছে ইসরায়েলের সেনা। এই ঘটনার নিন্দা করলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলা হচ্ছে যে, গত ২০ বছরের মধ্যে এটাই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।

author-image
Ritika Das
New Update
antonio.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম তীরের শহর জেনিনে (Jenin) বারে বারে হামলা চালাচ্ছে ইসরায়েল সেনা। জেনিনের শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েল। যার ফলে বহু মানুষের মৃত্যু হয়। জখম প্রায় শতাধিক। এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন রাষ্ট্রপুঞ্জের (United Nations) মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

গত ৩ থেকে ৫ জুলাই, জেনিনের শরণার্থী শিবিরে বার বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল (Israel)। এই বিমান হামলার ফলে ১০০'র বেশি নাগরিক জখম হয়েছেন। এর মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বলা হচ্ছে, গত ২০ বছরের মধ্যে এটাই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। 

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলকে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব জানান, ইসরায়েলের আগ্রাসী মনোভাবের জন্য হুমকির মুখে পড়ছে সাধারণ মানুষের জীবন। এই সকল নাগরিকদের সুরক্ষার দায়িত্ব তাদেরই নিতে হবে বলে জানিয়ে দিলেন মহাসচিব।