নিজস্ব সংবাদদাতা : মধ্যাকার্ষণ শক্তির প্রভাবে পৃথিবীতে জল নীচের দিকে পড়ে। কিন্তু মহাকাশে যদি কোনও কারণে মহাকাশচারী মহাকাশে প্রস্রাব করেন, তাহলে কী হবে? গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস মেসেঞ্জার এই প্রসঙ্গে বলেন, মহাকাশে মধ্যাকর্ষণ নেই। সেখানে জলের বিন্দুকে হয়ত শূন্যে ভাসতে দেখবেন মহাকাশচারীরা। মহাকাশে প্রস্রাব করার বা জল ছেটানোর সঙ্গে সঙ্গেই তা ফুটতে শুরু করবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/media_files/OMe5KC4gRIGg7GRfBp5U.jpeg)
/anm-bengali/media/media_files/ZBgBQaC3IdHyZJChroMF.jpg)
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)