বিদ্রোহের মুখোমুখি পুতিন! রাশিয়ায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি

বিপদে পড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তাঁর বিরুদ্ধেই প্রকাশ্যে বিদ্রোহ করবে তাঁরই হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করা গোষ্ঠী?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2023-06-24 at 4.56.01 PM

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, মস্কো: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সশস্ত্র বিদ্রোহের মুখোমুখি হয়েছেন। এটি রাশিয়ার সামরিক স্থাপনা এবং পুতিনের নেতৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। ওয়াগনার গোষ্ঠীর প্রধান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই গোষ্ঠী রাশিয়ার হয়ে যুদ্ধ করছে এবং ইউক্রেনের জায়গা দখলে ভূমিকা রেখেছে। 

এএনএম নিউজ যে তথ্য পেয়েছে সেই অনুসারে ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ঘোষণা করেছেন যে তাঁর ভাড়াটে সৈন্যরা রাশিয়ার একটি প্রধান শহর রোস্তভ-অন-ডন দখল করেছে এবং মস্কো থেকে খুব দূরে আরেকটি শহর ভোরোনজের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। ওয়াগনার গোষ্ঠী হল ভাড়াটে সৈন্যদের একটি প্রাইভেট সংগঠন যারা ইউক্রেনকে দমন করতে অনবরত রুশ সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধ করছে। প্রিগোজিন রাশিয়ার সামরিক নেতৃত্বের সমালোচনায় অত্যন্ত সোচ্চার ছিলেন এবং প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছেন।