নিজস্ব সংবাদদাতাঃ বুধবার রাতে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি পেট্রোলিয়াম প্ল্যান্টে ইউক্রেনের ড্রোন হামলার পর আগুন ধরে যায় বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। বৃহস্পতিবার অর্থাৎ আজ রোস্তোভের গভর্নর ভাসিলি গোলুবেভ বলেন, 'কিসেলেভকা গ্রামের কাছে নোভোশাখতিনস্ক প্ল্যান্টের একটি ওভারপাসের নির্মাণস্থলে ড্রোনটি বিধ্বস্ত হয়।' তিনি আরও জানান, কারখানার কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। গোলুবেভ বলেন, 'কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং হামলায় স্থাপনাগুলোর সামান্য ক্ষতি হয়েছে। এই হামলার জন্য কারা দায়ী তা স্পষ্ট নয়।'