নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র আন্দ্রে সাদোভি।
বৃহস্পতিবার লভিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাকসিম কোজিটস্কি জানান, 'লভিভের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য উদ্ধার কাজ চলছে।'
কোজিটস্কি বলেন, "আমরা বর্তমানে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে কাজ করছি। রাশিয়ান বিশ্বের ফলাফল দেখুন। রুশ ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনে সরাসরি আঘাত হেনেছে।"
লভিভের মেয়র আন্দ্রে সাদোভি বলেন, 'ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ থাকতে পারে। অনেক কক্ষ, অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে, পাবলিক ইউটিলিটিস এবং জরুরী পরিস্থিতি মন্ত্রক সাইটে কাজ করছে।'