নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েভ অঞ্চলের উক্রাইনকার একটি আবাসিক ভবনে শুক্রবার সকালে উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক সামরিক প্রশাসন। কিয়েভ অঞ্চলের গভর্নর রুসলান ক্রাভচেঙ্কো জানিয়েছেন, একটি বহুতল ভবনে এক কিশোরী আহত হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আঞ্চলিক পুলিশ প্রধান আন্দ্রি নেবিতোভ জানিয়েছেন, আহত মেয়েটির বয়স ১৩ বছর। ক্রাভচেঙ্কো বলেন, 'হামলার পর ভবনটিতে আগুনের সূত্রপাত হলেও স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে তা নিয়ন্ত্রণে আনা হয়।' এক বিবৃতিতে ক্রাভচেঙ্কো বলেন, 'শত্রুরা আমাদের শহরগুলোতে গোলাবর্ষণের জন্য ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার অব্যাহত রেখেছে এবং বেসামরিক অবকাঠামো ও বেসামরিক নাগরিকরা আবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে।'