নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহরটির মেয়র জানিয়েছেন, রাশিয়ার ড্রোনরা রাতারাতি লভিভের একটি 'গুরুত্বপূর্ণ অবকাঠামো' স্থাপনায় হামলা চালিয়েছে। লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেন, "প্রাথমিক তথ্য অনুযায়ী, লক্ষ্য ছিল শহরের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো সুবিধা। হামলায় সাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।"
উল্লেখ্য, রাশিয়া এ মাসে ইউক্রেনের ওপর হামলা জোরদার করেছে, আকাশ, স্থল ও সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণের মাধ্যমে আটকানো হয়েছে।