নিজস্ব সংবাদদাতাঃ সোমবার বাখমুতের কাছে ইউক্রেনের একটি অবস্থান থেকে রিপোর্ট করার সময় রাশিয়ার ড্রোন হামলায় আহত হন এজেন্সি ফ্রান্স-প্রেসের এক সাংবাদিক। ইউক্রেনে কর্মরত মার্কিন নাগরিক ডিলান কলিন্স ইউক্রেনের আর্টিলারি পজিশনে রিপোর্ট করার সময় বনাঞ্চলে বেশ কয়েকটি হামলায় আঘাত পেয়েছিলেন।
ঘটনার পর ভিডিও সাংবাদিককে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা বলছেন, তার অবস্থা প্রাণঘাতী নয়।
এএফপির ইউরোপ বিষয়ক পরিচালক ক্রিস্টিন বুহাগিয়ার এক বিবৃতিতে বলেন, 'আমরা এই ঘটনার পেছনের পুরো পরিস্থিতি খতিয়ে দেখছি। আমাদের সমবেদনা ডিলান ও তার প্রিয়জনদের প্রতি।'