নিজস্ব সংবাদদাতা: নতুন করে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ ব্যাপক আকার ধারণ করতে চলেছে। এই প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার বলেছেন, পশ্চিমি দেশগুলো বেপরোয়াভাবে ক্ষেপণাস্ত্র তৈরি করছে। সেই ক্ষেপণাস্ত্র ইউক্রেন ব্যবহার করতে রাশিয়ার ভূখণ্ড ব্যবহার করছে। পাশাপাশি তিনি জানান, সেপ্টেম্বরে আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার কিয়েভের দূরপাল্লার আমেরিকান ক্ষেপণাস্ত্র ব্যবহারের সবুজ সংকেত দিয়েছেন । এরপরেই রাশিয়ার তরফে তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। পেসকভ বলেন, বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে রুশ সরকারের কোনও যোগাযোগ নেই। তিনি বলেন, মস্কো জাতীয় পারমাণবিক ঝুঁকি হ্রাস কেন্দ্র ব্যবস্থার মাধ্যমে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে ওয়াশিংটনকে সতর্ক করেছিল। যদিও মস্কোর সতর্কবার্তায় আমেরিকা গুরুত্ব দেয়নি।