নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের খারকিভ শহরে রুশ হামলা অব্যাহত রয়েছে। আর এবার এই বিষয়ে চমকপ্রদ তথ্য দিলেন শহরের মেয়র তেরেখোভ। ইউক্রেনের খারকিভ শহরে সাম্প্রতিক রুশ হামলায় আহতের সংখ্যা বেড়ে ১০৩ জনে পৌঁছেছে, যার মধ্যে ৮ জন শিশুও রয়েছে।
/anm-bengali/media/media_files/2025/03/21/88v5QmfrE7npPMRS24OW.jpg)
আজ খারকিভ শহরের মেয়র তেরেখোভ ঠিক এই তথ্যই জানিয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর বলে জানা হয়েছে।