নিজস্ব সংবাদদাতা : ইউক্রেন-রাশিয়ার ৩০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর স্থগিত করা হয়েছে। সম্প্রতি এক বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। রাশিয়ার প্রেস সচিব দিমিত্রি পেসকভ এই প্রসঙ্গে জানিয়েছেন, ইউক্রেন বারবার রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা করেছে, যা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে। তিনি আরও বলেছেন, 'রাশিয়া এখন এই হামলা বন্ধ করার কোনো বাধ্যবাধকতা মেনে চলবে না, কারণ ইউক্রেন এই শর্ত লঙ্ঘন করছে।' পেসকভের মতে, যুদ্ধবিরতি আর কার্যকর হবে না। ইউক্রেনের শর্ত ভঙ্গ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা।
/anm-bengali/media/media_files/2024/11/19/rqr38yzQsqeJ1l2KKdTv.webp)